আসুন আমরা একটু হাসি,

একা থাকা অবস্থায় হার্ট এটাক থেকে কিভাবে বাঁচবেন ? ? ? ?


মনে করুন, সন্ধ্যা ছয়টার সময় একা একা বাড়িতে বসে আছেন। বাসার মানুষেরা অন্য কামরাতে বসে টিভি দেখছে। হঠাৎ করে আপনার বুকে প্রচণ্ড ব্যথা শুরু হলো এবং সেই ব্যথা যেন আস্তে আস্তে করে আপনার নিচের চোয়ালের দিকে হেঁচড়ে আসা শুরু করলো! আপনার কাছাকাছি কেউ নেই। আপনি বুঝতে পারছেন, আপনার হৃদপিণ্ডে ক্রিয়া বন্ধ হবার উপক্রম হয়েছে। এখন আপনি কি করবেন???

SINGLE থাকার সুবিধা


SINGLE থাকার সুবিধা


১)আপনি ভালভাবে ঘুমাতে পারবেন ।

২)আপনার সময় এবং টাকা বাঁচাতে পারবেন ।

৩)গভীর রাতে কোন মিসড কলে আপনার সাধের ঘুম ভাঙবে না ।

৪)কম রেটের প্যাকেজ এক্টিভ করা লাগবে না ।

৫)দিনে বার টাকা রিচার্জ করা লাগবে না ।

৬)যেকোন ছেলে অথবা মেয়ের সাথে বিনা বাঁধায় কথা বলতে পারবেন ।

৭)আর সব থেকে বড় সুবিধা, এই স্ট্যাটাসটি আপনি অনায়াসেই আপনার ওয়ালে শেয়ার করতে পারবেন

আসুন আমরা একটু হাসি,

শিক্ষকঃ বল্টু বল্‌ তো চাঁদে প্রথম পা রেখেছিল কে?
বল্টুঃ স্যার, নীল আর্মস্ট্রঙ।
শিক্ষকঃ জানতাম এটা পারবি,সবাই জানে এটা ,
আচ্ছা এবার বলতো দ্বিতীয় পা রেখেছিল কে?









বল্টুঃ স্যার , আর্মস্ট্রঙতো আর ল্যাঙরা আছিল না, হ্যায়ই রাখছে!
:P

আসুন আমরা একটু হাসি

ঐ দেখা যায় তাল গাছ,ওই আমাদের গাঁ,
হরতালের দিন ঘরে বসে ভুনা-খিচুড়ি খা।
কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও?
আমি যে খাই টিয়ার গ্যাস একটু ফিরেচাও।
আয় ছেলেরা-আয় মেয়েরা ফুল তলিতে যাই,
মিটিং-মিছিল সবই হবে,কোন লাভ ই নাই।
মনে কর যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে-
মা তো আমার ঘরেই আছে,আমি শুধু গেলাম পর-পারে।
ভোর হল-দোর খোল,খুকুমনি ওঠরে-
কার কোথা যেতে হবে,ভোরে-ভোরে ছোটরে।
আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে,
বোমা আর ককটেল এর মিউজিক বাজে।
ইচিং বিচিং টিচিং চা,
ইটা মেরে পালিয়ে যা।
আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা,
রাজপথে বের হয়ে লাঠির (পুলিশের) বাড়ি খা।
বাপুরাম সাপুড়ে কোথা যাস বাপুরে?
আয় দাদা (ছাত্রলীগ) মেরে যা,দুটো গুলি করে যা।
আকাশ জুড়ে মেঘ করেছে সুজ্জি গেল পাটে,
ধাওয়া খেয়ে পিকেটাররা যেদিক পারেছোটে।
ওপেনটি বায়স্কোপ,নাইন টেন টেস্কোপ,
বাংলাদেশের সকল থানা,সাহারা বিবির বৈঠকখানা।
আমার Matha Nosto (মাথা নষ্ট),চড়ুই পাখির কষ্ট.........হি হি হি হি হি...
-
-
ভাল লাগলে LIKE দিতে ভুলেন না।
Related Posts Plugin for WordPress, Blogger...