একা থাকা অবস্থায় হার্ট এটাক থেকে কিভাবে বাঁচবেন ? ? ? ?
মনে
করুন, সন্ধ্যা ছয়টার সময় একা একা বাড়িতে বসে আছেন। বাসার মানুষেরা অন্য
কামরাতে বসে টিভি দেখছে। হঠাৎ করে আপনার বুকে প্রচণ্ড ব্যথা শুরু হলো এবং
সেই ব্যথা যেন আস্তে আস্তে করে আপনার নিচের চোয়ালের দিকে হেঁচড়ে আসা শুরু
করলো! আপনার কাছাকাছি কেউ নেই। আপনি বুঝতে পারছেন, আপনার হৃদপিণ্ডে
ক্রিয়া বন্ধ হবার উপক্রম হয়েছে। এখন আপনি কি করবেন???
SINGLE থাকার সুবিধা
SINGLE থাকার সুবিধা
১)আপনি ভালভাবে ঘুমাতে পারবেন ।
২)আপনার সময় এবং টাকা বাঁচাতে পারবেন ।
৩)গভীর রাতে কোন মিসড কলে আপনার সাধের ঘুম ভাঙবে না ।
৪)কম রেটের প্যাকেজ এক্টিভ করা লাগবে না ।
৫)দিনে বার টাকা রিচার্জ করা লাগবে না ।
৬)যেকোন ছেলে অথবা মেয়ের সাথে বিনা বাঁধায় কথা বলতে পারবেন ।
৭)আর সব থেকে বড় সুবিধা, এই স্ট্যাটাসটি আপনি অনায়াসেই আপনার ওয়ালে শেয়ার করতে পারবেন
১)আপনি ভালভাবে ঘুমাতে পারবেন ।
২)আপনার সময় এবং টাকা বাঁচাতে পারবেন ।
৩)গভীর রাতে কোন মিসড কলে আপনার সাধের ঘুম ভাঙবে না ।
৪)কম রেটের প্যাকেজ এক্টিভ করা লাগবে না ।
৫)দিনে বার টাকা রিচার্জ করা লাগবে না ।
৬)যেকোন ছেলে অথবা মেয়ের সাথে বিনা বাঁধায় কথা বলতে পারবেন ।
৭)আর সব থেকে বড় সুবিধা, এই স্ট্যাটাসটি আপনি অনায়াসেই আপনার ওয়ালে শেয়ার করতে পারবেন
আসুন আমরা একটু হাসি,
আসুন আমরা একটু হাসি
ঐ দেখা যায় তাল গাছ,ওই আমাদের গাঁ,
হরতালের দিন ঘরে বসে ভুনা-খিচুড়ি খা।
কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও?
আমি যে খাই টিয়ার গ্যাস একটু ফিরেচাও।
আয় ছেলেরা-আয় মেয়েরা ফুল তলিতে যাই,
মিটিং-মিছিল সবই হবে,কোন লাভ ই নাই।
মনে কর যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে-
মা তো আমার ঘরেই আছে,আমি শুধু গেলাম পর-পারে।
ভোর হল-দোর খোল,খুকুমনি ওঠরে-
কার কোথা যেতে হবে,ভোরে-ভোরে ছোটরে।
আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে,
বোমা আর ককটেল এর মিউজিক বাজে।
ইচিং বিচিং টিচিং চা,
ইটা মেরে পালিয়ে যা।
আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা,
রাজপথে বের হয়ে লাঠির (পুলিশের) বাড়ি খা।
বাপুরাম সাপুড়ে কোথা যাস বাপুরে?
আয় দাদা (ছাত্রলীগ) মেরে যা,দুটো গুলি করে যা।
আকাশ জুড়ে মেঘ করেছে সুজ্জি গেল পাটে,
ধাওয়া খেয়ে পিকেটাররা যেদিক পারেছোটে।
ওপেনটি বায়স্কোপ,নাইন টেন টেস্কোপ,
বাংলাদেশের সকল থানা,সাহারা বিবির বৈঠকখানা।
আমার Matha Nosto (মাথা নষ্ট),চড়ুই পাখির কষ্ট.........হি হি হি হি হি...
-
-
ভাল লাগলে LIKE দিতে ভুলেন না।
হরতালের দিন ঘরে বসে ভুনা-খিচুড়ি খা।
কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও?
আমি যে খাই টিয়ার গ্যাস একটু ফিরেচাও।
আয় ছেলেরা-আয় মেয়েরা ফুল তলিতে যাই,
মিটিং-মিছিল সবই হবে,কোন লাভ ই নাই।
মনে কর যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে-
মা তো আমার ঘরেই আছে,আমি শুধু গেলাম পর-পারে।
ভোর হল-দোর খোল,খুকুমনি ওঠরে-
কার কোথা যেতে হবে,ভোরে-ভোরে ছোটরে।
আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে,
বোমা আর ককটেল এর মিউজিক বাজে।
ইচিং বিচিং টিচিং চা,
ইটা মেরে পালিয়ে যা।
আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা,
রাজপথে বের হয়ে লাঠির (পুলিশের) বাড়ি খা।
বাপুরাম সাপুড়ে কোথা যাস বাপুরে?
আয় দাদা (ছাত্রলীগ) মেরে যা,দুটো গুলি করে যা।
আকাশ জুড়ে মেঘ করেছে সুজ্জি গেল পাটে,
ধাওয়া খেয়ে পিকেটাররা যেদিক পারেছোটে।
ওপেনটি বায়স্কোপ,নাইন টেন টেস্কোপ,
বাংলাদেশের সকল থানা,সাহারা বিবির বৈঠকখানা।
আমার Matha Nosto (মাথা নষ্ট),চড়ুই পাখির কষ্ট.........হি হি হি হি হি...
-
-
ভাল লাগলে LIKE দিতে ভুলেন না।
আসুন আমরা একটু হাসি
আসুন আমরা একটু হাসি,
এক মহিলার পাঁচ ছেলেমেয়ে।
ছেলেমেয়েরা কোনো ভুল করলেই কাঁদতে শুরু করে। মহিলা সান্ত্বনা দিয়ে বলেন, যা
হওয়ার হয়ে গেছে, এখন কেঁদে কী হবে?
একদিন বাচ্চাদের উৎপাতে অতিষ্ঠ হয়ে মহিলা কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, এমন ছেলেমেয়ে থাকার চেয়ে না থাকাই ভালো ছিল আমার।
সঙ্গে সঙ্গে তাঁর ছোট ছেলে বলে উঠল, দেখো মা, যা হওয়ার হয়ে গেছে, এখন কেঁদে কী হবে?
একদিন বাচ্চাদের উৎপাতে অতিষ্ঠ হয়ে মহিলা কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, এমন ছেলেমেয়ে থাকার চেয়ে না থাকাই ভালো ছিল আমার।
সঙ্গে সঙ্গে তাঁর ছোট ছেলে বলে উঠল, দেখো মা, যা হওয়ার হয়ে গেছে, এখন কেঁদে কী হবে?
আসুন আমরা একটু হাসি,
বিশ্বের সবচেয়ে বড় যে জাহাজটা বানানো হচ্ছে
নামঃ Freedomship
দৈঘ্যঃ ১৩৭১ মিটার(৪৪৯৮ ফিট)
...
ফ্লোরঃ ২৫
যা যা থাকছেঃ হোটেল, শপিং মল, শিক্ষা প্রতিস্থান, হাসপাতাল, জেলখানা, এয়ার পোট, ইত্যাদি।
...
সাধারন সমুদ্রগামী জাহাজের সাথে ফ্রিডমশীপের তুলনা……….
এখানে থাকবে ২০০ একর খোলা জায়গা অবসর কাটানোর জন্য…….
এখানে থাকবে ৪০০০০ ফুলটাইম বাসিন্দা, ৩০০০০ ডেইলি ভিজিটরস, ১০০০০ নাইট হোটেল গেস্ট, ২০০০০ ফুলটাইম ক্রু।
পিছনে থাকবে পোর্ট……….
এতে খরচা হবে কমপক্ষে ১১ বিলিয়ন মার্কিন ডলার।
→→ পোস্ট টি লাইক করে নিয়মিত আপডেট পেতে থাকুন আর শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন ←←
আসুন আমরা একটু হাসি,
মহিলা শিক্ষক ইংরেজি ক্লাস নিচ্ছেন।
মহিলা শিক্ষকঃ সবাই HAND দিয়ে একটা sentence লিখ। যে সবার আগে লিখতে পারবে তার জন্য আছে পুরস্কার ।
সবার আগে রাজুঃ My penis in your hand.
মহিলা শিক্ষকঃ এক থাপ্পর দিয়ে দাত ফেলে দিবো। এটা কি লিখছো?
রাজুঃ সরি ম্যাডাম, তাড়াতাড়ি লিখতে গিয়ে pen আর is এর মাঝে space দিতে ভুলে গেছি।
মহিলা শিক্ষকঃ সবাই HAND দিয়ে একটা sentence লিখ। যে সবার আগে লিখতে পারবে তার জন্য আছে পুরস্কার ।
সবার আগে রাজুঃ My penis in your hand.
মহিলা শিক্ষকঃ এক থাপ্পর দিয়ে দাত ফেলে দিবো। এটা কি লিখছো?
রাজুঃ সরি ম্যাডাম, তাড়াতাড়ি লিখতে গিয়ে pen আর is এর মাঝে space দিতে ভুলে গেছি।
আসুন আমরা একটু হাসি, ১৮+
ভাইবা বোর্ড থেকে বের হয়ে চোখে পানিচলে এসেছিল,জানিস। জীবনের প্রথমচাকরির
ভাইবা।” আমি জিজ্ঞাসা করেছিলাম ‘কেন, খারাপ হয়েছিল খুব? সবপ্রশ্নের উওর
দিতে পারিস নি?
শুনে সাইমুম হাসল, বলল প্রশ্ন করেছিলমাত্র ২ টা। আমি সাইমুমের কথায় তেমন আগ্রহ দেখাচ্ছিলাম না,আমরা এতো পড়ে একটা লিখিত পরীক্ষায়ও টিকতে পারি নাআর তুই ব্যাটা ব্রিলিয়েন্ট সত্য তাই বলে প্রথম ইন্টারভিউয়েই চাকরি পেয়ে যাস নি বলে চোখের সরবত ফেলবি তা তো ঠিক না। কথায়বলে দোস্ত চাকরি না পেলে কষ্ট লাগে কিন্তু পেয়ে গেলে বেশি কষ্ট লাগে।
সাইমুম আপন মনে বলে যাচ্ছিল, ‘গোঁফওয়ালা এক ভদ্রলোক ছিল ভাইবা বোর্ডে, প্রথমে জিজ্ঞেস করলো ‘সাইমুম’ মানে কি? বললাম সাইমুম মানেমরু-ঝড়। তারপর ভদ্রলোক বললেন, দেখো বাবা তুমি লিখিত পরীক্ষায় খুব ভাল করেছো কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের ইলেক্টেড ক্যান্ডিডেটের সংখ্যা বেশিহয়ে গেছে, এই অবস্থায় যদিতুমি লাখ তিনেক টাকা যোগাড় করতে পারোতাহলেই আমরা তোমার জন্য কিছু করতে পারবো। আমি বললাম,শালা ব্যাপক তো! তুই কী বললি?
সাইমুম বলল, ‘কি আর বলব, বললাম যে গ্রামের বাড়ির জমি আর ভিটে-বাড়ি মিলে ৩ লাখ হয়ে যেতে পারে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ক্লাস স্টুডেন্ট হওয়ার যোগ্যতায় যে চাকরি পাবার নয় সে চাকরি করার ইচ্ছে আমার নেই।’ আমি ওর মুখটা খানিক চেয়ে দেখলাম। পুরোনো কথা মনে পড়ে গেল। সৌম্য চেহারা, শান্ত স্বভাবের সাদামাটা ছেলেটাকে প্রথম ভাল করে লক্ষ্য করেছিলাম যেদিন শুনলাম আমাদের পড়ুয়া ফার্স্ট বয়কে টোপকে কে যেন একজন ব্রেকিং নিউজ হয়ে গেছে। ছেলেটা বরাবরই স্রোতের প্রতিকূলে।
তারপর ওকে কিছুটা সান্ত্বনা দিয়েছিলাম বলে মনে পড়ে। এই ঘটনার আজ প্রায় ১ বছর হয়ে গেছে। হঠাত কয়দিন আগে দুপুরবেলা সাইমুমের হলরুম-মেটেরডাকে ঘুম ভাঙল, ‘কিরে, কি ব্যাপার?’ সে বলল যে সাইমুমের নামে আজ এতোদিন বাদে একটা চিঠি এসেছে। ‘কীসেটা?’ এপয়েন্টমেন্ট লেটার। বলতে গিয়ে ছেলেটার চোখের কোণে জল চিকচিক করে গেল। ‘ভাইবা বোর্ড কমিট্যি বদল হয়েছেশুনলাম’। আমি হতভম্ব হয়ে বসে আছি। কিকরবো এখন এই চিঠির! ছিড়ে ফেলেদেব, নাকি ছুটে গিয়ে সাইমুমকে বলব!
পি.জি হাসপাতালের জীর্ণ বেডে শোয়া সাইমুমের বাঁচার আশাটাকে এই নির্মম চিঠিটা আজ শুধুই উপহাস করবে। নিজ জেলায় পোস্টিং, জুনমাসের ৩ তারিখ জয়েনিং, সে পর্যন্ত কি সাইমুমের আয়ু রেখেছ খোদা? দূরারোগ্য Bone Tumor ধরা পড়ল, দ্রুত শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সারের বীজ। দু-দুবার ভুলট্রিটমেন্ট আর ১৫ লাখ টাকার তলোয়ার গলায় ঝুলিয়েও তোমার মন ভরে নিখোদা? এ তোমার কেমন বিচার!
বন্ধুরা এটি কোনো গল্প নয়, র্দুভাগ্যজনক হলেও এটি বিধাতার কলমেলেখা আদ্যোপাম্ত সত্য ঘটনা। যে দেশে মন্ত্রীর পি.এস. এর গাড়ী থেকে কোটি টাকার বস্তা উদ্ধার হয়, যে দেশেশপিংমলে, সিনেপ্লেক্সে, KFC ট্রিটে চলে টাকার কতই না লীলা খেলা সে দেশেইআজ একজন সাইমুম টাকার অভাবে মৃত্যুর দিন গুনছে। অথচ দেশের মাত্র ০.১ ভাগ মানুষের ১০০ টাকার অংশগ্রহন ই যথেষ্ট তাকে ফিরিয়ে আনতে বন্ধুদের আড্ডায়, পরিবারের হাস্যোজ্জ্বল পরিমন্ডলে। আমাদের সকলে দোয়া আর ভালোবাসার পাশাপাশি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এম. এস. ছাত্র সাইমুমকে বাঁচাতে প্রয়োজন আর্থিক সাহায্যের।
সাহায্য প্রেরণের ঠিকানা:
সোনালী ব্যাংক একাউন্ট নাম্বার ৩৪০৬৫৬৭৫।
যোগাযোগে: সাইমুম ফোন- ০১৭২২৯৬৫৯৮০,
(বেডনং-১৫, ব্লক-সি, ৬তলা, বি.এস.এম.এম.ইউ. ),
শামীম ০১৬৭৪১১২২৮৭, নুর ০১৬৭৫৫৭৯৯৫৭।
bKash a/c no. 01812249128
শুনে সাইমুম হাসল, বলল প্রশ্ন করেছিলমাত্র ২ টা। আমি সাইমুমের কথায় তেমন আগ্রহ দেখাচ্ছিলাম না,আমরা এতো পড়ে একটা লিখিত পরীক্ষায়ও টিকতে পারি নাআর তুই ব্যাটা ব্রিলিয়েন্ট সত্য তাই বলে প্রথম ইন্টারভিউয়েই চাকরি পেয়ে যাস নি বলে চোখের সরবত ফেলবি তা তো ঠিক না। কথায়বলে দোস্ত চাকরি না পেলে কষ্ট লাগে কিন্তু পেয়ে গেলে বেশি কষ্ট লাগে।
সাইমুম আপন মনে বলে যাচ্ছিল, ‘গোঁফওয়ালা এক ভদ্রলোক ছিল ভাইবা বোর্ডে, প্রথমে জিজ্ঞেস করলো ‘সাইমুম’ মানে কি? বললাম সাইমুম মানেমরু-ঝড়। তারপর ভদ্রলোক বললেন, দেখো বাবা তুমি লিখিত পরীক্ষায় খুব ভাল করেছো কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের ইলেক্টেড ক্যান্ডিডেটের সংখ্যা বেশিহয়ে গেছে, এই অবস্থায় যদিতুমি লাখ তিনেক টাকা যোগাড় করতে পারোতাহলেই আমরা তোমার জন্য কিছু করতে পারবো। আমি বললাম,শালা ব্যাপক তো! তুই কী বললি?
সাইমুম বলল, ‘কি আর বলব, বললাম যে গ্রামের বাড়ির জমি আর ভিটে-বাড়ি মিলে ৩ লাখ হয়ে যেতে পারে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ক্লাস স্টুডেন্ট হওয়ার যোগ্যতায় যে চাকরি পাবার নয় সে চাকরি করার ইচ্ছে আমার নেই।’ আমি ওর মুখটা খানিক চেয়ে দেখলাম। পুরোনো কথা মনে পড়ে গেল। সৌম্য চেহারা, শান্ত স্বভাবের সাদামাটা ছেলেটাকে প্রথম ভাল করে লক্ষ্য করেছিলাম যেদিন শুনলাম আমাদের পড়ুয়া ফার্স্ট বয়কে টোপকে কে যেন একজন ব্রেকিং নিউজ হয়ে গেছে। ছেলেটা বরাবরই স্রোতের প্রতিকূলে।
তারপর ওকে কিছুটা সান্ত্বনা দিয়েছিলাম বলে মনে পড়ে। এই ঘটনার আজ প্রায় ১ বছর হয়ে গেছে। হঠাত কয়দিন আগে দুপুরবেলা সাইমুমের হলরুম-মেটেরডাকে ঘুম ভাঙল, ‘কিরে, কি ব্যাপার?’ সে বলল যে সাইমুমের নামে আজ এতোদিন বাদে একটা চিঠি এসেছে। ‘কীসেটা?’ এপয়েন্টমেন্ট লেটার। বলতে গিয়ে ছেলেটার চোখের কোণে জল চিকচিক করে গেল। ‘ভাইবা বোর্ড কমিট্যি বদল হয়েছেশুনলাম’। আমি হতভম্ব হয়ে বসে আছি। কিকরবো এখন এই চিঠির! ছিড়ে ফেলেদেব, নাকি ছুটে গিয়ে সাইমুমকে বলব!
পি.জি হাসপাতালের জীর্ণ বেডে শোয়া সাইমুমের বাঁচার আশাটাকে এই নির্মম চিঠিটা আজ শুধুই উপহাস করবে। নিজ জেলায় পোস্টিং, জুনমাসের ৩ তারিখ জয়েনিং, সে পর্যন্ত কি সাইমুমের আয়ু রেখেছ খোদা? দূরারোগ্য Bone Tumor ধরা পড়ল, দ্রুত শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সারের বীজ। দু-দুবার ভুলট্রিটমেন্ট আর ১৫ লাখ টাকার তলোয়ার গলায় ঝুলিয়েও তোমার মন ভরে নিখোদা? এ তোমার কেমন বিচার!
বন্ধুরা এটি কোনো গল্প নয়, র্দুভাগ্যজনক হলেও এটি বিধাতার কলমেলেখা আদ্যোপাম্ত সত্য ঘটনা। যে দেশে মন্ত্রীর পি.এস. এর গাড়ী থেকে কোটি টাকার বস্তা উদ্ধার হয়, যে দেশেশপিংমলে, সিনেপ্লেক্সে, KFC ট্রিটে চলে টাকার কতই না লীলা খেলা সে দেশেইআজ একজন সাইমুম টাকার অভাবে মৃত্যুর দিন গুনছে। অথচ দেশের মাত্র ০.১ ভাগ মানুষের ১০০ টাকার অংশগ্রহন ই যথেষ্ট তাকে ফিরিয়ে আনতে বন্ধুদের আড্ডায়, পরিবারের হাস্যোজ্জ্বল পরিমন্ডলে। আমাদের সকলে দোয়া আর ভালোবাসার পাশাপাশি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এম. এস. ছাত্র সাইমুমকে বাঁচাতে প্রয়োজন আর্থিক সাহায্যের।
সাহায্য প্রেরণের ঠিকানা:
সোনালী ব্যাংক একাউন্ট নাম্বার ৩৪০৬৫৬৭৫।
যোগাযোগে: সাইমুম ফোন- ০১৭২২৯৬৫৯৮০,
(বেডনং-১৫, ব্লক-সি, ৬তলা, বি.এস.এম.এম.ইউ. ),
শামীম ০১৬৭৪১১২২৮৭, নুর ০১৬৭৫৫৭৯৯৫৭।
bKash a/c no. 01812249128
আসুন আমরা একটু হাসি,
আসুন আমরা একটু হাসি
বাবাঃ আমি তোমাকে আমার পছন্দের মেয়ের সাথে বিয়ে দিতে চাই ,
ছেলেঃ না !
বাবাঃ মেয়েটি বিল গেটস এর মেয়ে!
ছেলেঃ তাহলে ঠিক আছে !
বাবা এবং বিল গেটসঃ-
----------------------
বাবাঃ আমি আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি ,
বিল গেটসঃ না !
বাবাঃ আমার ছেলে ওয়ার্ল্ড ব্যাংক এর CEO !
বিল গেটসঃ তাহলে ঠিক আছে !
বাবা এবং ওয়ার্ল্ড ব্যাংক এর প্রেসিডেন্টঃ-
------------------------------ --------
বাবাঃ আমার ছেলেকে তোমার ব্যাংক এর CEO পদে নিজুক্ত করে দাও ,
প্রেসিডেন্টঃ না !
বাবাঃ আমার ছেলে বিল গেটস এর মেয়ের জামাই !
প্রেসিডেন্টঃ তাহলে ঠিক আছে ! :D:D
মজা পাইলে লাইক বাটনে কোপ মারেন :)
ছেলেঃ না !
বাবাঃ মেয়েটি বিল গেটস এর মেয়ে!
ছেলেঃ তাহলে ঠিক আছে !
বাবা এবং বিল গেটসঃ-
----------------------
বাবাঃ আমি আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি ,
বিল গেটসঃ না !
বাবাঃ আমার ছেলে ওয়ার্ল্ড ব্যাংক এর CEO !
বিল গেটসঃ তাহলে ঠিক আছে !
বাবা এবং ওয়ার্ল্ড ব্যাংক এর প্রেসিডেন্টঃ-
------------------------------
বাবাঃ আমার ছেলেকে তোমার ব্যাংক এর CEO পদে নিজুক্ত করে দাও ,
প্রেসিডেন্টঃ না !
বাবাঃ আমার ছেলে বিল গেটস এর মেয়ের জামাই !
প্রেসিডেন্টঃ তাহলে ঠিক আছে ! :D:D
মজা পাইলে লাইক বাটনে কোপ মারেন :)
ভালবাসার কবিতা
তুমি যদি ভালবাসতে না পারো
তবে ভুলে যাও এই আমায়;
আমাকে ভুলে যেতে বলো না কখনো।
তবুও ভালবাসি তোমায়
... বারে বারে ফিরে ফিরে ভালবাসি তোমাকে।
তুমি যদি কাছে আসতে না পারো
তবে দূরে থেকো সেই ভালো;
আমাকে দূরে থাকতে বলো না কখনো।
তবুও কাছে আসি আমি
তোমার অজান্তেই কাছে আসি।
তুমি যদি মনে রাখতে না পারো
তবে মনে রেখো না আমায়;
আমাকে ভুলে যেতে বলো না কখনো।
তবুও মনে রাখি তোমায়
হৃদয়ের মণিকোঠায় রেখে দিই তোমারই
ভালবাসার গল্প
tomake khub miss korchi ^_^
onuvuti gulor ghum vengeche
kora nere dakche bar bar
bolche,koi? koi amar valobashar manush ta?
tader ki kore bujhai tumi ar pashe nei!
keno eto oviman tomar
keno eto durotto?
na ami buji! na ora!
shudu bujo hoyto tumi
shotti e miss korchi!
tomar oviman gulo bristir jole dhuye felte parona?
megher arale ektu dekhona ami kemon opekkhay tomar!
ajo boshe achi
ajo onuvuti gulo tomay dake
ajo bole valobashi tomake
ei chokh bole tomakei shudu khujchi
shotti e khub miss korchi ^_^
Jony ....Nothing Like Anything........
Subscribe to:
Posts (Atom)